প্রকাশিত: Sun, Jan 14, 2024 10:46 PM
আপডেট: Tue, Jan 27, 2026 2:24 AM

[১]দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্মার্ট বাজার ব্যবস্থাপনা এবং কমোডিটি ইনডেক্স চালু করা হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

সোহেল রহমান: [২] নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু আরও বলেন, কোনও ব্যবসায়ী বা গোষ্ঠীর নয়, জনগণের স্বার্থ সংরক্ষণে দায়িত্ব নিয়েছি, মজুতদারি শক্ত হাতে দমন করা হবে । 

[৩] তিনি বলেন, এ বিষয়ে ইতোপূর্বে আরও অনেকবার শুধু মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু এবার কাউকে ছাড় দেয়া হবে না। দেশে কোনও সিন্ডিকেট নেই, কোনো সিন্ডিকেট থাকতে পারবেও না। গুটিকয়েক লোক পণ্য বাজার অস্থিতিশীল করছে। এসব মজুতদারদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।   

[৪] বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর রোববার সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।

[৫] বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উৎপাদক ও আমদানিকারক থেকে ভোক্তা পর্যায়ে যৌক্তিক মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। 

[৬] তিনি বলেন,নিত্যপণ্যের আজকের (১৪ জানুয়ারি)  বাজারমূল্যকে ভিত্তি ধরে আমরা কাজ করতে চাই। অন্যদিকে ব্যবসা ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে, যারা এটা করবেন, সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। অন্যথায় সরকার ব্যবস্থা নেবে। ব্যবসায়ীদের ভয় দেখানোর জন্য এ কথা বলছি নাÑ এমন মন্তব্যও করেন তিনি। 

[৭] প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। যে কোনও প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি মন্ত্রী, সচিব কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনও চিঠি চালাচালি করা হবে না।  

[৯] বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শতভাগ সফল হয়তো হতে পারবো না, তবে সর্বাত্মক উদ্যোগ নেয়া হবে। বর্তমানে দেশে কোন পণ্যের ঘাটতি নেই। 

[১১] টিসিবি’র পণ্য নেয়া এক কোটি পরিবারকে কবে নাগাদ স্মার্ট কার্ড দিতে পারবেনÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিসিবি’র যে এক কোটি পরিবার রয়েছে তাদের তথ্য নিয়েছি সেটা যাচাই-বাছাই চলছে। যেগুলো যাচাই-বাছাই হয়ে গেছে সেগুলোর কার্ড ইস্যু করা হচ্ছে। আশা করছি জুনের মধ্যে কার্ড দিতে পারবো। তার জন্য কার্যক্রম বন্ধ থাকবে না। এখন যে তালিকা আছে সেটা ধরেই দেবো। সম্পাদনা:সমর চক্রবর্তী